পোস্টগুলি

শুটিং শেষ হলো চলচ্চিত্র 'নদাই'

শুটিং শেষ হলো চলচ্চিত্র 'নদাই' : সম্প্রতি শুটিং শেষ হলো চলচ্চিত্র 'নদাই' । দীপক সাহার কাহিনি অবলম্বনে পথিক শহিদুলের চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটিতে বিভিন্ন চরিত্রে

কবিতা ভাল বাসি

 কবিতা ভালবাসি
ছবি
 
  পবিত্র ভূমিতে -পথিক শহিদুল অদিতি স্যানাল প্রিয় একটি নাম প্রিয় ফুল বলতে পারেন ফুলের মতই তার মন এবং একজন স্বপ্নচারীনি। অদিতি কী করে যে ভাল থাকা যায় কেমন করে তুমি সত্তর বয়সী মানুষ ভাল অাছো? বড্ড জানতে ইচ্ছে হয়। কেমন করে পাহাড়ী ঝোঁপঝাপের ভেতরে পোকামাকড়ের সাথে নদীজলে বিনির্মান করো ছন্দজয়ী গান কবিতা, উপন্যাসের প্রতিটি পাতায় পাতায় দেখি অচেনা বিড়াল কাহিনী অাহা মিষ্টিমধুর রসায়নে চরিত্রের রুপায়ন। অতঃপর অামার ভিতরে খুব কষ্ট হয় তখনি যখন কানে বাজে নিদারুন অভাব অনটনে তোমার অাত্বহত্যা করা ছাড়া কোন উপায় ছিল না। তোমার মৃত্যুর অাড়াইবছর পরে তোমার নামকরা উপন্যাস পড়ে কেঁদেছি বহুবার ঝরেছে চোখর জল নীরবে খুব কষ্টে কষ্টে অাবছায়া অামার বিবাগী মন সাহিত্য পড়া থেকে ইতি টানতে বাধ্য হয়েছি। অদিতি নেই এই গ্রহে ভাবতে ভাবতে এখন দিন যায় রাত অাসে তবু অদিতি ফুরাই না অামার পৃথিবী থেকে এ কথা অামি কার কাছে বলি কে শুনবে অামার কথা। হঠাৎ করেই সেদিন কালো মেঘ হয়ে ঝরালে বৃষ্টি সেই বৃষ্টি ছুঁয়ে লিখলাম সোনালী সুর্যদযের বয়ান কিছু কিছু অাঁকা ভাঁজপত্রের ছবি। শেষরাত্রি শেষ হয়ে যাবে তবু নক্ষত্র হয়ে তুমি থাকবে অামার চিলেকোঠাই অামার ...
ছবি
 
ছবি
 
ছবি