সে অামার প্রিয় বাংলাদেশ
-পথিক শহিদুল
যে মাটি মুজিবের কথা বলে
যে দেশ মুজিবের কথা বলে
যে মা মুজিবের কথা বলে
যে পিতা মুজিবের কথা বলে
যে ভাই ও বোন শেখ মুজিবের কথা বলে
অামি সেই শেখ মুজিবকে খুঁজি এই বাংলায়।
পাখির কাছে ফুলের কাছে জলের কাছে
অামি শেখ মুজিবের কথা বলি
ঘুমে জাগরনে নদী ও সমুদ্রের কাছে
অামি শেখ মুজিবের কথা বলি।
এই অাকাশে এই বাতাসে কার ধ্বনি প্রতিধ্বনি শুনি
সেই পিতামহ শেখ মুজিবের কন্ঠ শুনি
ধানক্ষেতে লাঙলের ফলায় কার গল্প শুনি
সেই পিতামহ শেখ মুজিবের গল্প শুনি।
অাগামী প্রজন্মের কাছে কার গল্প শুনতে চাই
পরমপ্রিয় নেতা শেখ মুজিবের গল্প শুনতে চাই।
অাজ যে শিশু জন্ম নেবে তার বুকে লিখে দিতে চাই
তুমি সকাল হলেই শেখ মুজিবের কথা বলবে
অাজ যে বৃক্ষ অঙ্কুরোধগমন করবে
তার শেকড়ে মুজিবের নামে জল ঢেলে দিতে চাই
যেন সে বৃক্ষ সকাল হলেই শেখ মুজিবের কথা বলে।
যে মুজিবের কথা অামি কবিতায় লিখি
গল্পে ও গানে লিখি নাটকে ও উপন্যাসে লিখি
সে অামার প্রিয় বাংলাদেশ সে অামার প্রিয় বাংলাদেশ।
কপিরাইট@
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন