অষ্টাদশী বালিকার শহর

পথিক শহিদুল
নৈমিত্তিক ছুটি নিয়ে কালে ভদ্রে পাহাড় গড়েছো অষ্টাদশী বালিকার শহর বাহ্ কি সুন্দর ছুঁই ছুঁই অাকাশ সিঁড়ি বেয়ে উঠে পড়েছি প্রায়...
অাহা!জানালা দরজা থেকে ফ্লোরের টাইলগুলো প্রিয়।
মনের যে সৌন্দর্য যে রঙ তা তুমি প্রকাশ করেছো
ডাইনিং এর চেয়ারে কি অদ্ভুদ কারুকাজ সোফাসেটে
অামি বসতে অাসেনি ঘুমাতেও অাসেনি
খাইতেও অাসেনি...
এসেছি তোমার চোখের ভুরু সমেত অষ্টাদশী চোখ মোনালিসা অামাকে টানছে অতল জলে
গহব্বর ছুঁয়ে দিয়ে চলে যাবো অনন্তযাত্রায়।
তুমি যে অাছো নির্বিশেষ অামার মধ্যগগণে
টের পাচ্ছো বুঝি, অামি চোর নয় ধুর্ত শেয়াল নয়
অামি রসিক নাগরালী নয় মোড়ল মাতব্বর নয়
অামি তোমার অচেনা দীপ্ত তারুণ্যের ছবি।
অস্তনগরে ঘর চৈতালী অামার মা পিতাহীন স্হপতি
সময়ের টানে পথের বাঁকে বাঁকে অামিই সম্রাট কাজল
তুমি অামাকে ক্ষমা করো গো বালিকা ক্ষমা করো।

মন্তব্যসমূহ