প্রেম না প্রেয়সী
পথিক _শহিদুল
তুমি কি প্রেম না প্রেয়সী অাজো তা বুঝতে পারিনি
মাঝে মধ্য বোতলে ভরে দাও চুমু না মদ
সেটুকু দিয়ে কোন রকম দিন চলে যায় রাত অাসেনা।
রুপার থালার মত মুখ কবে দেখেছিলাম অাল্পনায়
নয়নাভিরাম দৃশ্য গিলে খেতে খেতে বদ হজম হয় জানো কি বোঁঝো কি কল্পনা।
উত্তাল নদী দেখেছি ঢেউয়ে ভাসিয়ে নিয়ে গেছে
অন্ধকারে খুঁজে অানতে পারিনি দু:খ কথা
বালিয়ারী হাঁস কুঁড়িয়ে পেয়েছি জলের সমুদ্র।
নদীমাতৃক বাংলাদেশ অামার প্রিয় বিছানা
অার তুমি অামার অগোছলো জীবনের কষ্ট
বেশ তো বুঁঝেই যদি থাকো তবে কেন বৃষ্টি দাও
তবে কেন নোনাজলে কাটে অামার জীবন ও যৌবন।
কোন রকম সেদিন বেঁচে গেছি পায়ে পায়ে
জল তো নয় মনে হয় ইস্টিকুটুম মিষ্টি হাওয়া
ঝড়ের বদলে দিয়েছো নুপুরের রিমঝিম শব্দ
যা বদলে দিতে পারে শুধু অামাকেই।।।
এখন বৃষ্টি হচ্ছে উঠোন জুড়ে বৃষ্টির ঘোলাজল
যা দিয়ে সন্তান হবে অামাদের খেতে খামারে ধানগাছ
এই প্রিয় সন্তান অথবা ধানগাছ নিয়ে বেঁচে থাকব
হাজার হাজার বছর এবং বেঁচে থাকবে বসতভিটা।
তুমি প্রেম নয় প্রেয়সী এখন বুঁঝতে পারি
এইটুকু শান্তনায় অামাদের বাঁচা অামাদের মরা।
উদগ্রীব হয়ো না অামি ভাল অাছি রুপার থালা
একটি মানুষ যদি বেঁচে থাকে পুন:রায় ধানগাছ হবে
সে ধানগাছে ফলন দেবো অার অামি তুমি
গ্রাসে গ্রাসে গিলে বেঁচে থাকব এই মাঠ গ্রাম জলশায়
হিমাদ্রীকে বলে দিও প্রেম করা ভাল নয়
প্রেমে মানুষ মরে মানুষ জ্বরে বাঁচেনা অাত্মা।
ঢিলে ঢালা জামার বোতাম খুলে দিয়ে গান গাও
যে গানে মুগ্ধ অামি কিংবা রবীন্দ্র অথবা নজরুল।
প্রেম ও প্রেয়সী জলমগ্নায় নাকের নৈঋতে ভিঁজে গেল
কমল বাহুখানা জলের ব্যন্জনায় মুগ্ধ অামার হাত
পাংশুটে বিড়ালের ছানা হলে বোধহয় ভাল থাকতাম।
এভাবেই কেটে যাবে স্বপ্নের মোহনায় স্বপ্ন জাল হয়ে
এই প্রথম এই শেষ পথের যাত্রা খানিকটা দেরি হলো
পুনরায় এসো প্রেয়সী ময়ুর নৃত্য দেখবো সেদিন।
১২-৬-২০২০
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন