শুভ জন্মদিন
প্রিয় নাট্যজন ইসরাত নিশাত বনলতার পক্ষ থেকে শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা।
ওপারে ভালো থাকবেন। ❤❤❤❤
স্মৃতিকাঁতর চোখ
উৎসর্গ:নাট্যপ্রান ইশরাত নিশাত কে..
-পথিক শহিদুল
নিরেট অন্ধকারে তোমার চোখ
যেন দুত্যিময় অাকাশ,
তুমি অালোময় সে কথা বলার অপেক্ষা রাখেনা কেউ।
একাকী জোছনার অালো চুপি চুপি জলের মত
এসে ঠিকরে পড়েছে তোমার মুখে
সে অালোয় জ্বল জ্বল করছে প্রিয় নাট্যজন
প্রিয় তোমার মুখ।
তুমি তো কেবলি বেদনার পবিত্র জলে
শোক ও শ্রদ্ধায় ওপারে চলে গেছো
অার অামরা শোকাহত থেকে গেলাম অশ্রুসজল এপারে।
ঠিক একদিন অামি ও অামরা চলে অাসবো
খুব গোপনে মাটির কাছে অাত্বসমর্পন করব বন্ধু।
সেদিন না হয় পুন:রায় দেখা হবে অন্যকোন অালোচনা হবে অাবার অন্যকোন শিল্পকুলে
তবে এখন স্মৃতিকাঁতর চোখে
সবাই স্মরণ করছে শুধু তোমাকেই।
ভাল থেকো নাট্যপ্রান বন্ধু ভাল থেকো।।

মন্তব্যসমূহ