ভূঁতজাল
-পথিক শহিদুল
কেউ একজন বলেছিল
দাদা স্যান্ডো গেন্জী পড়ো
লোমকুপের ভাঁজে ভাঁজে সুন্দর গহণা চক চক করবে
অামি সেই থেকে স্যান্ডো গেন্জীর পরিবর্তে
হাফশার্ট কখনো খালি গায়ে
গ্রাম থেকে শহর চষে বেড়িয়েছি।
কেউ তো বলে না দ্বিতীয় কিংবা তৃতীয়বার
চক চক করছে তোমার বুক,
যে বলেছিল দীর্ঘ চার বছর অাগে
সে এখন বালুজ মার্কা উটপাখির মত
ঘুন পোঁকা হয়ে ফেরে সতীর্থ রমিজের সাথে।
রমিজ অামার পাড়ারই ছেলে
একই স্কুলে পড়ালেখা করেছি
ভোরবেলা থেকে রাত্রিদুপুর টেক্সিড্রাইভার
অদম্য সাহসী এবং মেধাবী
ক্লাশ এইট এ বৃত্তি পেয়েছিল।
ক্লাশের ফাষ্ট জেন্টালি রমিজ ক্লান্তিহীন দুপুর
অামি তার ক্লোজ ফ্যান্টাসী
পুন:রায় শুনতে থাকি পুনরাবৃত্তি চকচক করছে
লোমকুপের ভাঁজে ভাঁজে সুন্দর চিক্কন গহনা।
অামি এখন সেই উর্বর জমিনে চাষাবাদ করি
সেখানেও ফসিল লোমকুপের ভাঁজে ভাঁজে
জলের নাচুনী মোরগ লড়াই গন্ধমৃগ ভুঁতজাল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন