নীলবীজ

পথিক_শহিদুল
তোমার তো কোন জানালা দরজা নেই
উঠোন নেই জমিজমা নেই কিছুই নেই
তুমি অামার ঘরে খাও পড়ো
অথচ তুমিই অামাকে বলো শুয়োরের বাচ্চা।
তোমার মুখে যা অাসে তাই বলো এভাবে বলো কেন?
তোমার ধান নেই পাট নেই অাখ ক্ষেত নেই
অাক্কেল ঙ নেই শুধু মেঘের মত কালো মুখ অাছে
বিদ্যুৎ চমকে দিয়ে ডাক পাড়ো গুড়ুম গুড়ুম।।
এটা অামার কামনা নয় সৌভাগ্য নয়
একটা বেয়াদপের সমান বলা যেতে পারে।।
তুমি এখনি বিদায় নাও
নইলে অামি খুনী পলাতক অাসামী হবো
জেল খাটবো ফাঁসী হবে মারা যাবো।
অামি এ সবের কিছুই চাই না শুধু ভালবাসা চাই
নীল বীজের অঙ্কুরোদ গমন অামি চাই না।।।

মন্তব্যসমূহ