অন্দ্রীলাভ্রম
পথিক শহিদুল
তোমার তো অন্ধকার অাছে বান্দরবান অাছে
সমুদ্র অাছে নেপথ্য ছবিঘর অাছে,
অামার তো কোন ঘরবাড়ি জমিজমা কিছুই নেই অন্দ্রীলা পাহাড় বলতে সে তো নিষ্কন্ঠক তুমি
জলশীত মৌসুমে ধানকাটা মাঠের বুনোফুল।
একদিন এই সব বুনোফুল দিয়ে মালা গাঁথা হবে
সেতুবন্ধন ছ,বছর যেমন ছিল অন্দ্রীলা কুমকুম
নামটুকু অামার কাছে জীবনের চেয়ে দাসীকণ্যা
পিতা কণ্যার অাবাসস্হল থেকে বলছি তোমাকে।
মাটি অার মানুষ অামার কাছে রক্তক্ষরণের মত
ভুঁইফোড় বৃক্ষপাতার রস চুষে চুষে অন্দ্রীলা কুমকুম
বৃহৎ দেহের পাহাড়ের মত একদিন চোখের দৃষ্টিমাখা
নীলক্ষেত ধ্বংসের পাদদেশে এগিয়ে গেলেই তুমি।
এইটুকু সংলাপ থেকে জমিন উঁচুতে ধরে রাখা মাত্র
বংশ পরম্পরায় দেখা হয় যেন মৃত্যুতে অবলীলায়।
গহীন সমুদ্র থেকে সেদিন তোমাকে সালাম অন্দ্রীলা
অপেক্ষাকাঁতর চোখ এখনো ভবঘুরে অাস্তানায় খোঁজে
ফিরে যেতে পারবো কিনা তার নিশ্চয়তা কে দেবে বলো।

মন্তব্যসমূহ