অনিয়ম ভেঙ্গে কবে যে হাঁটবো কবে যে হাসবো

সে কথা কেউ তো বলে না,
ভালবাসাহীন দুঃখ গুলো ঝরে পড়ে পথে প্রান্তরে।
অামি তো কেবলি অপেক্ষায় থাকি দরজা জানালা খুলে
ভুল করে বলি কাল দেখা হবে দুরে কোন বৃক্ষ ছায়াতলে
ভাষাহীন চোখ দুটো কাঁদে অপেক্ষা কাঁতর
নীলাকাশ শুধু তোমারই জন্য।
নীলাকাশ
পথিক শহিদুল
২৭-৯-২০২০

মন্তব্যসমূহ