ঝুলন্ত বারান্দায়
কত বছর বসে অাছো
তবু ছাড়ে না ঝুলন্ত নি:শ্বাস।

প্রেমে অপ্রেমে সিনেমার অাদল দেখি
শেষতক অামার প্রেমই করি বিশ্বাস।

ছাড়ে না ট্রেন তবু অামি ঝুলন্ত বারান্দায় বসে
যাতায়াত দেখি জানালায় উঁকি মেরে

সে অাছে অাকাশে বাতাসে নি:শ্বাসে বিশ্বাসে।

তবু ঝুলন্ত বারান্দা কাঁপে এবং কাঁপে অগণিত পুরুষ
সে কাল এ কাল শক্রু মিত্র ব্যবধান শুধু বন্ধুর নালিশ।

নালিশ/পথিক শহিদুল

মন্তব্যসমূহ