বৃষ্টি নুপুর

পথিক শহিদুল
বৃষ্টির ভিতরে সুখ অার কথাকলি প্রিয় অানন্দঘর মনঃস্তাপ দুঃখগুলো
ঝরে পড়ে অাশ্বিনের মেঘ দুপুর।
অধুনা স্বরকম্পন গিলে খেতে পারি মিষ্টি জল নুপুর
সুখ দুঃখের কথাগুলো বলে দিতে পারি মধ্যদুপুর
পরিশিলিত স্বপ্ন ভালবাসি যদি একবার কথা বলো।

মন্তব্যসমূহ