প্রানের বকুলি
-পথিক শহিদুল
নৈশ কাঠের জেরা থেকে
অাগুনটুকু গিলে খেতে পারি ভুঁই পোকার ক্ষেতখামার
যদি তুমি অাঙুল ছুঁয়ে দাও প্রানের বকুলি।
মৃদু বাতাসে হাসতে হাসতে চলে যেতে পারি
চিরমৃত বাপের শেষ সম্বল ছেড়ে
দুর জলের সমুদ্র তোমাকে দিতে পারি
যদি তোমার হাসি টুকু দাও প্রানের বকুলি।
যাদু চোখ মনে রাখতে শেষ কথাটি ভুলে গেছি
সমাপ্তির শেষ বেলা টুকু অাগুনজলে কাটাবো
যদি তোমার পদচিহৃ পড়ে অামার অলি গলি রাস্তায়।
ভোর হতে সন্ধ্যা অধিক ক্ষমার অযোগ্য তুমি
কারণ তুমি এখনো গন্তব্যহীন প্রানের বকুলি।
৩-১০-২০২০

মন্তব্যসমূহ