রেবা
পথিক শহিদুল

দৃষ্টিনন্দন এক পাখির বাসা
তোমাকেও ঘায়েল করেছে
সে তো অাজকের কথা নয়।
হস্তমৈথুনপুরের এক কৃষকের গল্পকথা থেকে
তোমার নাম জেনেছি রেবা।

তুমি এখন কেমন অাছো
ধান শালিকের দেশে
রোদ বৃষ্টির খেলায় অামার শরীরে প্রচন্ড জ্বর
অামি ভাল নেই রেবা।

ঝাউবনে যখন বাতাস দোলা দিয়ে যায়
অামি কেঁপে উঠি অার তোমার দৃষ্টিনন্দন পাখির বাসা
চোখের কিনারে থালাবাসন মাজার যে চকচকে শব্দদৃশ্য তা অামাকে বিস্ময় করে তোলে রেবা।

জোয়াল অালী সদ্দারের হাতে ফলার ঝকঝকে
লোহার চিক্কণ পাখির বাসার মতই মুগ্ধ করে
কান চোখ নাক ফেরাতে কষ্ট হয় অামার রেবা।

দৃষ্টিনন্দন তোমার চুল চোখ ঘাড় সে কথা কৃষকের মুখের গল্পে ভাইরাল হতে হতে তুমি এখন অামার এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গর্কিলোমিটার জুড়ে অাছো রেবা।

অাামার কাছে প্রিয় হয়ে তুমি বেঁচো থাকো রেবা।মৃতপ্রায় কাঠ হয়ে।

মন্তব্যসমূহ