পোস্টগুলি
অক্টোবর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
রেবা পথিক শহিদুল দৃষ্টিনন্দন এক পাখির বাসা তোমাকেও ঘায়েল করেছে সে তো অাজকের কথা নয়। হস্তমৈথুনপুরের এক কৃষকের গল্পকথা থেকে তোমার নাম জেনেছি রেবা। তুমি এখন কেমন অাছো ধান শালিকের দেশে রোদ বৃষ্টির খেলায় অামার শরীরে প্রচন্ড জ্বর অামি ভাল নেই রেবা। ঝাউবনে যখন বাতাস দোলা দিয়ে যায় অামি কেঁপে উঠি অার তোমার দৃষ্টিনন্দন পাখির বাসা চোখের কিনারে থালাবাসন মাজার যে চকচকে শব্দদৃশ্য তা অামাকে বিস্ময় করে তোলে রেবা। জোয়াল অালী সদ্দারের হাতে ফলার ঝকঝকে লোহার চিক্কণ পাখির বাসার মতই মুগ্ধ করে কান চোখ নাক ফেরাতে কষ্ট হয় অামার রেবা। দৃষ্টিনন্দন তোমার চুল চোখ ঘাড় সে কথা কৃষকের মুখের গল্পে ভাইরাল হতে হতে তুমি এখন অামার এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গর্কিলোমিটার জুড়ে অাছো রেবা। অাামার কাছে প্রিয় হয়ে তুমি বেঁচো থাকো রেবা।মৃতপ্রায় কাঠ হয়ে।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
রেবা পথিক শহিদুল দৃষ্টিনন্দন এক পাখির বাসা তোমাকেও ঘায়েল করেছে সে তো অাজকের কথা নয়। হস্তমৈথুনপুরের এক কৃষকের গল্পকথা থেকে তোমার নাম জেনেছি রেবা। তুমি এখন কেমন অাছো ধান শালিকের দেশে রোদ বৃষ্টির খেলায় অামার শরীরে প্রচন্ড জ্বর অামি ভাল নেই রেবা। ঝাউবনে যখন বাতাস দোলা দিয়ে যায় অামি কেঁপে উঠি অার তোমার দৃষ্টিনন্দন পাখির বাসা চোখের কিনারে থালাবাসন মাজার যে চকচকে শব্দদৃশ্য তা অামাকে বিস্ময় করে তোলে রেবা। জোয়াল অালী সদ্দারের হাতে ফলার ঝকঝকে লোহার চিক্কণ পাখির বাসার মতই মুগ্ধ করে কান চোখ নাক ফেরাতে কষ্ট হয় অামার রেবা। দৃষ্টিনন্দন তোমার চুল চোখ ঘাড় সে কথা কৃষকের মুখের গল্পে ভাইরাল হতে হতে তুমি এখন অামার এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গর্কিলোমিটার জুড়ে অাছো রেবা। অাামার কাছে প্রিয় হয়ে তুমি বেঁচো থাকো রেবা।মৃতপ্রায় কাঠ হয়ে।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাড়ি থেকে পালিয়ে কোথাও যাবো না এ কথা ভাবতেই একটি পাখি জানালায় ডাক দেয় তার দুচোখে রক্তের দাগ প্রচন্ড অাগুণে পোড়া মন যেন জল চাই। দুপুর গড়িয়ে বিকালের ছায়াশীতল পৃথিবী একদম ভাল ছিল না মেঘ থেকে নেমে এলো বৃষ্টি অামি জল ঢেলে দিলাম পাখিটির গাঁয়ে। সিনেমা অার কবিতা পাগল ছবিঘরে ঝড়ের বাতাস তদরুপ মেঝেতে ধুলোবালির রুপসজ্জা কাজের ছেলেটি ছুটিতে তিনদিন হলো, সত্যি বলতে অামি ক্লান্ত। মর্মান্তিক দূর্ঘটনায় বালিশ বিছানা নুয়ে পড়েছে অামার মনের কার্ণিসে গত ক,দিন হলো কবিতা লেখা হয়না সিনেমা দেখা হয়না, তদুপরি সেই জলপাখি অাগুণে পোড়া,, কী করি বলো সোনাভান।। সতীত্বকাহিনী পত্রিকার পাতায় মানুষের হৈ-হুল্লোড় সকাল থেকে সন্ধ্যা অবধি চিৎকারে কান ফেটে বেড়িয়ে গেছে রক্তভুজ জীবানুর শুক্রানুগুলো। জলপাখি হাসপাতাল অনেক দুরে ছয়কিলো: হবে তোমাকে নিয়ে অামি কি করি বলো। এমনটি অাগে কখনো হয়নি তোমার উত্তর দাও, অাবালবৃদ্ববনিতার কাছে তোমার ঠাই মেলেনি কী অদ্ভুত পৃথিবী বলো? জলপাখি চুপিসারে উড়ে গেলে অামি উঠোন পেড়িয়ে রাস্তায় অত:পর বিগাতী পুরের দিকে বাড়ি থেকে রওনা দিলাম,অন্তপুরে রয়ে গেল বেদনাময় বালিশের চিৎকার অার করুণ অাকুতি, অামাকে ফেলে তুমি চলে...
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
প্রানের বকুলি -পথিক শহিদুল নৈশ কাঠের জেরা থেকে অাগুনটুকু গিলে খেতে পারি ভুঁই পোকার ক্ষেতখামার যদি তুমি অাঙুল ছুঁয়ে দাও প্রানের বকুলি। মৃদু বাতাসে হাসতে হাসতে চলে যেতে পারি চিরমৃত বাপের শেষ সম্বল ছেড়ে দুর জলের সমুদ্র তোমাকে দিতে পারি যদি তোমার হাসি টুকু দাও প্রানের বকুলি। যাদু চোখ মনে রাখতে শেষ কথাটি ভুলে গেছি সমাপ্তির শেষ বেলা টুকু অাগুনজলে কাটাবো যদি তোমার পদচিহৃ পড়ে অামার অলি গলি রাস্তায়। ভোর হতে সন্ধ্যা অধিক ক্ষমার অযোগ্য তুমি কারণ তুমি এখনো গন্তব্যহীন প্রানের বকুলি। ৩-১০-২০২০