পোস্টগুলি
আগস্ট, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ভূঁতজাল -পথিক শহিদুল কেউ একজন বলেছিল দাদা স্যান্ডো গেন্জী পড়ো লোমকুপের ভাঁজে ভাঁজে সুন্দর গহণা চক চক করবে অামি সেই থেকে স্যান্ডো গেন্জীর পরিবর্তে হাফশার্ট কখনো খালি গায়ে গ্রাম থেকে শহর চষে বেড়িয়েছি। কেউ তো বলে না দ্বিতীয় কিংবা তৃতীয়বার চক চক করছে তোমার বুক, যে বলেছিল দীর্ঘ চার বছর অাগে সে এখন বালুজ মার্কা উটপাখির মত ঘুন পোঁকা হয়ে ফেরে সতীর্থ রমিজের সাথে। রমিজ অামার পাড়ারই ছেলে একই স্কুলে পড়ালেখা করেছি ভোরবেলা থেকে রাত্রিদুপুর টেক্সিড্রাইভার অদম্য সাহসী এবং মেধাবী ক্লাশ এইট এ বৃত্তি পেয়েছিল। ক্লাশের ফাষ্ট জেন্টালি রমিজ ক্লান্তিহীন দুপুর অামি তার ক্লোজ ফ্যান্টাসী পুন:রায় শুনতে থাকি পুনরাবৃত্তি চকচক করছে লোমকুপের ভাঁজে ভাঁজে সুন্দর চিক্কন গহনা। অামি এখন সেই উর্বর জমিনে চাষাবাদ করি সেখানেও ফসিল লোমকুপের ভাঁজে ভাঁজে জলের নাচুনী মোরগ লড়াই গন্ধমৃগ ভুঁতজাল। 5 আপনি, Ahasan Uddin Bhuiyan, শতদল ফিল্ম সোসাইটি এবং আরও 2 জন 1টি কমেন্ট লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

শুভ জন্মদিন প্রিয় নাট্যজন ইসরাত নিশাত বনলতার পক্ষ থেকে শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা। ওপারে ভালো থাকবেন। স্মৃতিকাঁতর চোখ উৎসর্গ:নাট্যপ্রান ইশরাত নিশাত কে.. -পথিক শহিদুল নিরেট অন্ধকারে তোমার চোখ যেন দুত্যিময় অাকাশ, তুমি অালোময় সে কথা বলার অপেক্ষা রাখেনা কেউ। একাকী জোছনার অালো চুপি চুপি জলের মত এসে ঠিকরে পড়েছে তোমার মুখে সে অালোয় জ্বল জ্বল করছে প্রিয় নাট্যজন প্রিয় তোমার মুখ। তুমি তো কেবলি বেদনার পবিত্র জলে শোক ও শ্রদ্ধায় ওপারে চলে গেছো অার অামরা শোকাহত থেকে গেলাম অশ্রুসজল এপারে। ঠিক একদিন অামি ও অামরা চলে অাসবো খুব গোপনে মাটির কাছে অাত্বসমর্পন করব বন্ধু। সেদিন না হয় পুন:রায় দেখা হবে অন্যকোন অালোচনা হবে অাবার অন্যকোন শিল্পকুলে তবে এখন স্মৃতিকাঁতর চোখে সবাই স্মরণ করছে শুধু তোমাকেই। ভাল থেকো নাট্যপ্রান বন্ধু ভাল থেকো।।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
প্রেম না প্রেয়সী পথিক _শহিদুল তুমি কি প্রেম না প্রেয়সী অাজো তা বুঝতে পারিনি মাঝে মধ্য বোতলে ভরে দাও চুমু না মদ সেটুকু দিয়ে কোন রকম দিন চলে যায় রাত অাসেনা। রুপার থালার মত মুখ কবে দেখেছিলাম অাল্পনায় নয়নাভিরাম দৃশ্য গিলে খেতে খেতে বদ হজম হয় জানো কি বোঁঝো কি কল্পনা। উত্তাল নদী দেখেছি ঢেউয়ে ভাসিয়ে নিয়ে গেছে অন্ধকারে খুঁজে অানতে পারিনি দু:খ কথা বালিয়ারী হাঁস কুঁড়িয়ে পেয়েছি জলের সমুদ্র। নদীমাতৃক বাংলাদেশ অামার প্রিয় বিছানা অার তুমি অামার অগোছলো জীবনের কষ্ট বেশ তো বুঁঝেই যদি থাকো তবে কেন বৃষ্টি দাও তবে কেন নোনাজলে কাটে অামার জীবন ও যৌবন। কোন রকম সেদিন বেঁচে গেছি পায়ে পায়ে জল তো নয় মনে হয় ইস্টিকুটুম মিষ্টি হাওয়া ঝড়ের বদলে দিয়েছো নুপুরের রিমঝিম শব্দ যা বদলে দিতে পারে শুধু অামাকেই।।। এখন বৃষ্টি হচ্ছে উঠোন জুড়ে বৃষ্টির ঘোলাজল যা দিয়ে সন্তান হবে অামাদের খেতে খামারে ধানগাছ এই প্রিয় সন্তান অথবা ধানগাছ নিয়ে বেঁচে থাকব হাজার হাজার বছর এবং বেঁচে থাকবে বসতভিটা। তুমি প্রেম নয় প্রেয়সী এখন বুঁঝতে পারি এইটুকু শান্তনায় অামাদের বাঁচা অামাদের মরা। উদগ্রীব হয়ো না অামি ভাল অাছি রুপার থালা একটি মা...
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
অন্দ্রীলাভ্রম পথিক শহিদুল তোমার তো অন্ধকার অাছে বান্দরবান অাছে সমুদ্র অাছে নেপথ্য ছবিঘর অাছে, অামার তো কোন ঘরবাড়ি জমিজমা কিছুই নেই অন্দ্রীলা পাহাড় বলতে সে তো নিষ্কন্ঠক তুমি জলশীত মৌসুমে ধানকাটা মাঠের বুনোফুল। একদিন এই সব বুনোফুল দিয়ে মালা গাঁথা হবে সেতুবন্ধন ছ,বছর যেমন ছিল অন্দ্রীলা কুমকুম নামটুকু অামার কাছে জীবনের চেয়ে দাসীকণ্যা পিতা কণ্যার অাবাসস্হল থেকে বলছি তোমাকে। মাটি অার মানুষ অামার কাছে রক্তক্ষরণের মত ভুঁইফোড় বৃক্ষপাতার রস চুষে চুষে অন্দ্রীলা কুমকুম বৃহৎ দেহের পাহাড়ের মত একদিন চোখের দৃষ্টিমাখা নীলক্ষেত ধ্বংসের পাদদেশে এগিয়ে গেলেই তুমি। এইটুকু সংলাপ থেকে জমিন উঁচুতে ধরে রাখা মাত্র বংশ পরম্পরায় দেখা হয় যেন মৃত্যুতে অবলীলায়। গহীন সমুদ্র থেকে সেদিন তোমাকে সালাম অন্দ্রীলা অপেক্ষাকাঁতর চোখ এখনো ভবঘুরে অাস্তানায় খোঁজে ফিরে যেতে পারবো কিনা তার নিশ্চয়তা কে দেবে বলো।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
নীলবীজ পথিক_শহিদুল তোমার তো কোন জানালা দরজা নেই উঠোন নেই জমিজমা নেই কিছুই নেই তুমি অামার ঘরে খাও পড়ো অথচ তুমিই অামাকে বলো শুয়োরের বাচ্চা। তোমার মুখে যা অাসে তাই বলো এভাবে বলো কেন? তোমার ধান নেই পাট নেই অাখ ক্ষেত নেই অাক্কেল ঙ নেই শুধু মেঘের মত কালো মুখ অাছে বিদ্যুৎ চমকে দিয়ে ডাক পাড়ো গুড়ুম গুড়ুম।। এটা অামার কামনা নয় সৌভাগ্য নয় একটা বেয়াদপের সমান বলা যেতে পারে।। তুমি এখনি বিদায় নাও নইলে অামি খুনী পলাতক অাসামী হবো জেল খাটবো ফাঁসী হবে মারা যাবো। অামি এ সবের কিছুই চাই না শুধু ভালবাসা চাই নীল বীজের অঙ্কুরোদ গমন অামি চাই না।।।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
অষ্টাদশী বালিকার শহর পথিক শহিদুল নৈমিত্তিক ছুটি নিয়ে কালে ভদ্রে পাহাড় গড়েছো অষ্টাদশী বালিকার শহর বাহ্ কি সুন্দর ছুঁই ছুঁই অাকাশ সিঁড়ি বেয়ে উঠে পড়েছি প্রায়... অাহা!জানালা দরজা থেকে ফ্লোরের টাইলগুলো প্রিয়। মনের যে সৌন্দর্য যে রঙ তা তুমি প্রকাশ করেছো ডাইনিং এর চেয়ারে কি অদ্ভুদ কারুকাজ সোফাসেটে অামি বসতে অাসেনি ঘুমাতেও অাসেনি খাইতেও অাসেনি... এসেছি তোমার চোখের ভুরু সমেত অষ্টাদশী চোখ মোনালিসা অামাকে টানছে অতল জলে গহব্বর ছুঁয়ে দিয়ে চলে যাবো অনন্তযাত্রায়। তুমি যে অাছো নির্বিশেষ অামার মধ্যগগণে টের পাচ্ছো বুঝি, অামি চোর নয় ধুর্ত শেয়াল নয় অামি রসিক নাগরালী নয় মোড়ল মাতব্বর নয় অামি তোমার অচেনা দীপ্ত তারুণ্যের ছবি। অস্তনগরে ঘর চৈতালী অামার মা পিতাহীন স্হপতি সময়ের টানে পথের বাঁকে বাঁকে অামিই সম্রাট কাজল তুমি অামাকে ক্ষমা করো গো বালিকা ক্ষমা করো।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

সে অামার প্রিয় বাংলাদেশ -পথিক শহিদুল যে মাটি মুজিবের কথা বলে যে দেশ মুজিবের কথা বলে যে মা মুজিবের কথা বলে যে পিতা মুজিবের কথা বলে যে ভাই ও বোন শেখ মুজিবের কথা বলে অামি সেই শেখ মুজিবকে খুঁজি এই বাংলায়। পাখির কাছে ফুলের কাছে জলের কাছে অামি শেখ মুজিবের কথা বলি ঘুমে জাগরনে নদী ও সমুদ্রের কাছে অামি শেখ মুজিবের কথা বলি। এই অাকাশে এই বাতাসে কার ধ্বনি প্রতিধ্বনি শুনি সেই পিতামহ শেখ মুজিবের কন্ঠ শুনি ধানক্ষেতে লাঙলের ফলায় কার গল্প শুনি সেই পিতামহ শেখ মুজিবের গল্প শুনি। অাগামী প্রজন্মের কাছে কার গল্প শুনতে চাই পরমপ্রিয় নেতা শেখ মুজিবের গল্প শুনতে চাই। অাজ যে শিশু জন্ম নেবে তার বুকে লিখে দিতে চাই তুমি সকাল হলেই শেখ মুজিবের কথা বলবে অাজ যে বৃক্ষ অঙ্কুরোধগমন করবে তার শেকড়ে মুজিবের নামে জল ঢেলে দিতে চাই যেন সে বৃক্ষ সকাল হলেই শেখ মুজিবের কথা বলে। যে মুজিবের কথা অামি কবিতায় লিখি গল্পে ও গানে লিখি নাটকে ও উপন্যাসে লিখি সে অামার প্রিয় বাংলাদেশ সে অামার প্রিয় বাংলাদেশ। কপিরাইট@